রুবিকস কিউব (পর্ব ১) : এটা আসলে কী?

All kinds of Rubik's cube

নানা ধরণের রুবিকস কিউব

আমাদের দেশে এককালে ধাঁধা বা পাজল নিয়ে মানুষের আগ্রহ থাকলেও, এখন আমাদের দেশের মানুষ বুদ্ধিভিত্তিক বিনোদন থেকে অনেকটাই দূরে সরে গেছে।

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পাজলগুলোর একটা হল রুবিকস কিউব। রুবিকস কিউব নিয়ে ধারাবাহিক কয়েকটা পোস্ট দেব। প্রথম পর্বে থাকছে রুবিকস কিউবের সংক্ষিপ্ত পরিচিতি।

পৃথিবীর সবচেয়ে বেশি বিক্রি হওয়া এবং অন্যতম জনপ্রিয় পাজলের নাম হল রুবিকস কিউব; এবং এটাকে পৃথিবীর অন্যতম কঠিন ধাঁধাগুলোর একটা বললেও মনে হয় খুব একটা ভুল হবে না। এটা আবিস্কারের পর থেকে এপর্যন্ত প্রায় ৩০ কোটিরও বেশি কিউব বিক্রি হয়েছে!

Ernő Rubik solving cube

রুবিকস কিউবের আবিষ্কারক এর্নো রুবিকস

রুবিকস কিউব আবিস্কার হয় ১৯৭৪ সালে। হাঙ্গেরীর এর্নো রুবিক(উপরের ছবিতে) এটি আবিস্কার করেন। যদিও প্রথমে এটার নাম ছিল ম্যাজিক কিউব, পরবর্তীতে এটার নাম দেওয়া হয় রুবিকস কিউব।

রুবিকস কিউব নাম থেকেই বোঝা যাচ্ছে যে, এটা একটা কিউব। তবে, রুবিকস কিউব বিভান্ন ধরণের হয়; যেমন-২x২x২, ৩x৩x৩, ৪x৪x৪(রুবিক্‌স রিভেঞ্জ) এমনকি ৫x৫x৫ (প্রফেসর্‌স কিউব)। তবে, ৩x৩x৩ রুবিকস কিউবই হল স্ট্যন্ডার্ড কিউব।

Rubil's Cube: solved and unsolved
রুবিকস কিউবে ৬টি তল থাকে এবং প্রতিটি তল ভিন্ন ভিন্ন রং করা থাকে। কিউবটিকে বিভিন্নভাবে ঘুরানো যায়। তবে, কিউবের মাঝের ব্লক, যেটাকে সেন্টার পিস বলা হয় সেটাকে নড়ানো যায় না;সেকারণে, সেন্টার পিসই একটা তলের আসল রং নির্দেশ করে। আসল সমস্যা হল, বামপাশের ছবির মত স্ক্র্যাম্বলড কিউবকে আবার ডানপাশের মত করে মেলানো। অর্থাৎ, সবগুলো রং-কে ঠিক জায়গায় নেওয়া।
৩x৩x৩=২৭ হলেও এতে কিন্তু, ২৭টা ব্লক থাকেনা। কারণ, সবচেয়ে মাঝের ব্লকের জায়গায় আছে মেকানিজম। ফলে, এতে ঠিক ২৬টা ব্লক আছে।

রুবিকস কিউব আমাদের জন্য একটা নতুন জিনিস হলেও, অন্যান্য অনেক দেশে এটা নিয়ে অনেক আগে থেকেই মাতামাতি চলছে। রুবিকস কিউবের পাশাপাশি এটার সমাধান নিয়েও বিভিন্ন বই বের হয়েছে, যা অত্যন্ত জনপ্রিয়। পাশাপাশি, অন্যান্য স্পোর্টস ইভেন্টের মত রুবিকস কিউব সমাধানের প্রতিযোগীতাও হয়।

সব মিলিয়ে, রুবিকস কিউব অসাধারণ একটা পাজল। তাই, আজই একটা রুবিকস কিউব কিনে বসে পড়ুন সমাধানের চেষ্টায়। :)
——————
তবে, দেশে যে চাইনিজ কিউব পাওয়া যায় সেগুলো দিয়ে সমাধান করতে অনেক সময় লাগে, আসল রুবিকস কিউব যোগাড় করতে পারলে ভাল হয়। আমি এবছর একটা আসল কিউব কিনেছি ১৭ ইউরো দিয়ে।:| তবে চাইনিজ কিউব ১০০ টাকার মধ্যেই পাওয়া যায়।:)

**পরবর্তী পর্বগুলোতে সমাধানের এলগোরিদম, নোটেশন এইসব থাকবে।
*ছবিসূত্র: ১ নং ছবিটি উইকিপিডিয়া থেকে।

(চলবে)

——————-

রুবিকস কিউব সিরিজের পরের পর্ব:

This entry was posted in Bangla, Math Olympiad and tagged , , .

4 Comments

  1. JOYTU August 9, 2012 at 12:04 pm #

    REAL RUBIK’S and CHINA RUBIK’S-what’s the difference between two?

    • Tarik Adnan Moon August 9, 2012 at 1:41 pm #

      First of all the ‘real’ cube is often faster. So you can move faster. But I figured that if you are serious about speed cubing you should get a speedcube or try to use some sort of lubricant for making the cube move faster.

  2. FAHIM ASEF October 24, 2012 at 11:43 am #

    interesting

  3. Prodeep Roy November 15, 2014 at 11:14 pm #

    অনেক ধন্যবাদ রুবিক্স নিয়ে লেখার জন্য। আমি অনেকদিন ধরে এটা শেখার চেষ্টা করছিলাম।

Post a Reply to FAHIM ASEF

Your email is never published nor shared. Required fields are marked *

*
*