রুবিকস কিউব (পর্ব ২): রুবিকস কিউব সমাধান: আশ্চর্য সব রেকর্ড!

রুবিকস কিউব যারা হাতে নিয়ে দেখেছেন এবং মেলানোর চেষ্টা করেছেন তারা জানেন যে এটা মেলাতে কতটা বুদ্ধি লাগে এবং কতটা শক্ত এটা মেলানো। কিন্তু তারপরও, প্রোফেশনাল সলভারদের সলভিং-এ সময় এতটাই কম লাগে, যে মনে হয় চোখের পলক না ফেলতেই সমাধান হয়ে যায়।

রুবিকস কিউব দ্রুত সমাধানকে বলা হয় স্পিডকিউবিং। স্পিডকিউবিং এর প্রথম প্রতিযোগিতা হয় ১৯৮১ সালে মিউনিখে। তবে, অফিসিয়াল ওয়ার্ল্ড কিউবিং কম্পিটিশন শুরু হয় ১৯৮২ সালে।

ওয়ার্লড কিউ এসোসিয়েশনের সর্বশেষ তথ্য অনুসারে সবচেয়ে দ্রুততম সমাধানের রেকর্ড অস্ট্রেলিয়ার Feliks Zemdegs এর দখলে। তিনি ২০১১ সালে মেলবর্ন উইন্টার ওপেনে মাত্র ৫.৬৬ সেকেন্ডে সমাধান করেন! (নিচে ভিডিও দেওয়া আছে)

রুবিকস কিউব নিয়ে আগ্রহ না থাকলেও যদি ধাঁধা নিয়ে আগ্রহ থাকে তবে নিচের অসাধারণ ভিডিওগুলো দেখতে থাকুন। :-)

১. বর্তমান বিশ্বরেকর্ড! (5.66 সেকেন্ডে, Feliks Zemdegs, Melbourne Winter Open 2011)

২. আগের বিশ্বরেকর্ড  ( 6.11 সেকেন্ডে, Michał Pleskowicz (Poland), Cubing Spring Grudziadz 2012)

 

৩. ৬ বছরের বাচ্চা মাত্র ৩৭ সেকেন্ডে সমাধান করে ফেলেছে!!! :-o

 

৪.এক হাতে বিশ্বরেকর্ড!! 9.53 সেকেন্ড!

 

৫. চোখ বেঁধে !!!! ২৮.৮ সেকেন্ডে :-/

———————

**পরবর্তী পর্বগুলোতে সমাধানের এলগোরিদম থাকবে।

(চলবে)

———————

**এই ব্লগ সিরিজ ২০০৮ সালে সামহোয়ারইন ব্লগে সর্বপ্রথম প্রকাশিত হয়।

রুবিকস কিউব সিরিজের অন্যান্য পর্ব:

This entry was posted in Bangla, Math Olympiad and tagged , , .

One Comment

  1. MD Tawshif Islam August 9, 2012 at 1:42 pm #

    যাইহোক ভাইয়া, আমরা বাংলাদেশিরাও তেমন পিছনে নেই। আমাদের রংপুর এর ক্লাস ৬ এর এক ছোট ভাই রংপুর এর গত Zonal Math Olympiad এ ২৫ সেকেন্ডে cube মিলিয়েছে । ইনশাল্লাহ আমরাও একদিন world record করব। 

Post a Comment

Your email is never published nor shared. Required fields are marked *

*
*