অনেকেই মোবাইল থেকে পিডিএফ পড়তে পারছিল না। যেহেতু স্যারের ওয়েবসাইট অনুসারে তাঁর লেখা পড়তে কোন সমস্যা নেই, সম্পূর্ণভাবে সবার পড়ার সুবিধার জন্য মেডিকেল ভর্তি নিয়ে তাঁর লেখাটার ছবিগুলো এখানে দিলাম। আশা করি স্যার সরাসরি অনুমতি না নিয়ে স্ক্রিনশট দেওয়ার অপরাধ ক্ষমা করবেন।
আর মূল লেখা পড়তে পারবেন এখানে, স্যারের ওয়েবসাইটে।
আর লেখাট আসলে পিডিএফ আকারে আছে। লোড হতে সমস্যা হলে ডাউনলোড করতে পারেন: এই লিঙ্কে।
3 Comments
সত্যি কথা হল, যদি আমাদের এস এস সি, এইচ এস সি পরীক্ষার প্রশ্ন ঠিকভাবে করা হত, যাতে student দের কমবেশি brainstorming করতে হয় (সেটা যে subject ই হোক না কেন), এবং student রা তাদের private tutor/ guide বই থেকে সবকিছু ready-made না পেত, আর English Medium এর মত যদি এস এস সি, এইচ এস সি র marks+grades দুটাই প্রকাশ করা হত, তাহলে কোন জায়গাতেই ভর্তি পরীক্ষা নেয়ার কোন দরকার ছিল না। কিন্তু এই জিনিসগুলার মধ্যে যে কোন একটাও যদি না করা অবস্থায় থাকে, তাহলে বোর্ড পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে student ভর্তি করাটা খুবই বাজে একটা সিদ্ধান্ত। আর বলতে বাধ্য হচ্ছি, এর ফলে এমন অনেক student মেডিকেল এ ভর্তি হবে, যাদের ডাক্তারি পড়ার কোন প্ল্যান previously ছিল না।
kintu bisoiti basobayon korar purbe amader S.S.C and H.S.C level e evaluation system transparent kora dorkar. several board tule fiye national board kore unique questione exam hote hobe.
অনেক ভালো লাগলো, স্যারের লেখা আমার অনুপ্রেরণা। ধন্যবাদ তারিক ভাই।