আগের ৪টা পর্বে রুবিকস কিউব নিয়ে লিখে সবার মাথা অনেক খারাপ করেছি! তারপরও কিছু কথা বাকী থেকে গেছে–তাই, শেষপর্ব লিখছি।
রুবিকস কিউব সমাধানের জন্য আমি যে পদ্ধতিটা দেখিয়েছি এটা হল লেয়ার বাই লেয়ার, কারণ এটাতে একটা একটা করে লেয়ার সমাধান করা হয়।
এটা দিয়ে সর্বনিম্ন একমিনিটের কাছাকাছি সময়ে সমাধান করা যায়…তবে বিভিন্ন প্রতিযেগীতায় সমাধান করার সময় গড় সময় থাকে ২০ সেকেন্ডের কম। এত দ্রুত সমাধান করার জন্য অনেক জটিল এলগোরিদম আছে, যেগুলো এডভান্সড সলভাররা ব্যবহার করে। ২০ সেকেন্ডে সমাধানের জন্য যে এলগোরিদম ব্যবহার করা হয় সেটায় প্রায় ১২০০ মুভ সিকোয়েন্স আছে। :-/ ফলে, প্রায় যেকোন রকম বিন্যাসের জন্যই খুব অল্প সময়ে সমাধান করা সম্ভব।
বিগিনারদের জন্য আরও বেশকিছু এলগোরিদম আছে যা নিচের লিঙ্কগুলোতে পাওয়া যাবে:১. http://lar5.com/cube/
২. http://www.chessandpoker.com/rubiks-cube-solution.html
৩. [link|http://peter.stillhq.com/jasmine/rubikscubesolution.html|জেসমিন লী এর এলগোরিদম]
৪. http://www.puzzlesolver.com/puzzle.php?id=29
৫. http://www.speedcubing.com/
নিচের দুইটা ভিডিওতে লেয়ার বাই লেয়ারের আরেকটা এলগোরিদম আছে।
রুবিকস কিউব সমাধান (পর্ব ১)
রুবিকস কিউব সমাধান (পর্ব ২)
এসব কিছু করেও যদি সমাধান না হয়, তো চলেন বাংলা পদ্ধতি ইউজ করি! রুবিকস কিউবের প্রথম লেয়ার ৪৫ ডিগ্রী ঘুরাই। তারপর, এটার উপরের লেয়ারের মিডল পিসকে স্ক্র ড্রাইভার দিয়ে হাল্কা করে চাপ দিয়ে খুলে ফেলি…তারপর…পুরোটা কিউব ভেঙ্গে ফেলে মিলিয়ে ফেলেন।
______________
সবাইকে অনেক ধন্যবাদ।
**এই ব্লগ সিরিজ ২০০৮ সালে সামহোয়ারইন ব্লগে সর্বপ্রথম প্রকাশিত হয়।
রুবিকস কিউব সিরিজের অন্যান্য পর্ব:
- রুবিকস কিউব (পর্ব ৪) : রুবিকস কিউবের সমাধান
- রুবিকস কিউব (পর্ব ৩) : রুবিকস কিউবের মুভ নোটেশন
- রুবিকস কিউব (পর্ব ২): রুবিকস কিউব সমাধান: আশ্চর্য সব রেকর্ড!
- রুবিকস কিউব (পর্ব ১) : এটা আসলে কী?
2 Comments
২০ সেকেন্ডে সমাধানের জন্য যে এলগোরিদম ব্যবহার করা হয় সেটায় প্রায় ১২০০ মুভ সিকোয়েন্স আছে!!
ai ta ami manlam…but ai ১২০০ মুভ সিকোয়েন্স gula ami koy pabo???
Please aktu janaben??
২০ সেকেন্ডের জন্য ১২০০ সুত্র শেখা লাগে না।
১২০টি সুত্র যথেষ্ট।