Tag Archives: satire

মেডিকেল ভর্তি পরীক্ষা কথন (সংকলন)

 

মেডিকেল ভর্তি পরীক্ষা কথন ১:

 

আবুল এইচএসসিতে রসায়নে জিপিএ ৫ সহ গোল্ডেন এ+ পেয়েছে। সে যদিও জৈব রসায়নে গ্রিগনার্ড বিকারকের নাম শুনে নাই (কারণ গত বছর বোর্ডে প্রশ্নে সেটি আসায় হক স্যারের শর্ট সাজেশনে সেটি ছিল না) তারপরও কোনরকমে ৭৫ এ ৫৫ পেয়েছে। আর বাকী ২৫ পেতে কোন সমস্যা হয় নাই কারণ প্র্যাক্টিকালের সময় মামার হাতে ১০০টাকা গুঁজে দিতে কোন সমস্যা হয় নাই আর লবণের নাম জানতেও সমস্যা হয় নাই। আবুল এখন বাবার নতুন প্রাডো গাড়িতে করে মেডিকেল কলেজে যায়।

হাসান কলেজে সবসময় ভাল ছাত্র ছিল। টেস্টেও জিপিএ ৫ পেয়েছিল। কিন্তু এইচএসসিতে খাতা চেক করার সময় স্যারের মার্ক গোণার ভুলের কারণে জৈব রাসায়নে ৬০ পেয়েছিল। সে মনোযোগ দিয়ে জৈব রসায়নের সব ঠিকমত পড়েছে কারণ সে শুনেছিল মেডেকেলের ভর্তি পরীক্ষায় জৈব রসায়ন থেকে অনেক প্রশ্ন আসে। রিকশাওয়ালার সন্তান এই হাসান যখন ব্যবহারিক পরীক্ষা দিতে গেল তখন মামা যখন ১০০ টাকা চাইলেন তখন পকেট খুঁজে ১০ টাকার নোটের বেশি সে পায় নাই। লবণে ভেজাল থাকার কারণে আয়ন সনাক্তও ঠিকমত সে করতে পারে নাই। তাই ব্যবহারিকে তাকে স্যার ১৫ দিলেন।

———-

আবুল ড্রাইভারকে বলল: গাড়ি ঘোরাও তো। আজকে ক্লাসে না যেয়ে হেলভেশিয়াতে যাব। হাসান এখন আবুলের বাবার গাড়ি চালায়। Continue reading »

Posted in Bangla, Education | Also tagged , 2 Comments