ফিজিক্স অলিম্পিয়াডের প্রস্তুতি নিয়ে কিছু কথা: ইমরোজ খান (BUET, EEE)

From 2010 Bangladesh has started to organize National Physics Olympiad (NPhO) and send team to the International Physics Olympiad. If you are interested to take part in this activity and if you love physics in general, the first thing that you should do is to join the facebook group for the preparation of Bangladesh NPhO – http://www.facebook.com/groups/234638419904083

We’ll try to answer your questions regarding physics in the Physics sub-forum of BdMO forum too– http://matholympiad.org.bd/forum/viewforum.php?f=30

Meanwhile, you can read an interesting note by an NPhO Champion Emroz Khan (BUET, EEE). You can ask us questions about anything related to this by joining the facebook group or the BdMO forum.

–Tarik Adnan Moon


ফিজিক্স অলিম্পিয়াড

– ইমরোজ খান

 

অন্যান্য অলিম্পিয়াডের মতো Physics Olympiad-ও বাংলাদেশে শুরু হয়েছে। শুধু তাই না, Thailand-এ এবারে অনুষ্ঠিত International Physics Olympiad (IPhO)-এ বাংলাদেশ থেকে Physics Team পাঠানো হয়েছে যার মধ্য থেকে দুইজন Honorable Mention-ও নিয়ে আসতে সক্ষম হয়েছে।

 

Physics Olympiad কী

Math Olympiad-এর মতো Physics Olympiad-ও Physics-এ আগ্রহ ও দক্ষতা বাড়ানোর জন্য দীর্ঘ দিন ধরে বিভিন্ন দেশে অনুষ্ঠিত হয়ে আসছে। International Olympiad-টা হয় ৫০ marks-এর (৩টি Theoretical-৩০ + ২টি Practical-২০)। প্রতি দেশ থেকে team যায় ৫ জনের। এখন একেক দেশ কিভাবে team select করবে, prepare করবে তা ঐ দেশের অভ্যন্তরীণ ব্যাপার।

 

এবছর বাংলাদেশে যা হয়েছে তা খুব তাড়াহুড়োর মধ্যে। একটি National Olympiad হয় (Direct)। এবং ঐখানে যারা ভালো করে তাদের এক সপ্তাহ প্রশিক্ষণ দিয়ে Team Selection Test নেয়া হয়। অতঃপর নির্বাচিত ৫ জন কে হাতের দেড়মাস সময়ে যা পারা যায় দেখানো হয় ও Thailand এ পাঠানো হয়। বলা যায়, প্রথমবারের team হিসেবে ২টি Honorable Mention আসলে আক্ষরিক অর্থে আশাতীত ছিল।

 

এবারের বাংলাদেশ Olympiad-এর ব্যাপারটা আমার খুব একটা পছন্দ হয় নি। কারন একটাই : এখানে অনেকের অংশগ্রহন ছিল না। প্রচারণার অভাব, কোনো Divisional ছাড়াই direct National এবং উপরন্তু বাংলা মাধ্যমের সেখানে হাল্কা উপস্থিতি – সবকিছুই আশা করার নয়। কিন্তু হাতে সময় ছিল না। আর বাংলাদেশ New team হিসেবে রেজিস্ট্রেশন করায় team না পাঠিয়ে গতি ছিল না। সবদিক থেকে বলা যায়, First time বলে এদিকে আর ক্ষোভ দেয়ার দরকার নেই। ভবিষ্যতে যেন পুনরাবৃত্তি না হয় সেজন্যই আমি এই ব্লগ লিখছি।

 

কারা অংশ নিতে পারবে

যারা University-তে ঢুকে নাই এবং যাদের বয়স ২০ বছরের কম।

 

Next Bangladesh Physics Olympiad কবে হবে

শীঘ্রই হবে। এমনকি এবছরের অক্টোবরেও হতে পারে। কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়া হয় নি। আমি জানলে এখানে পোস্ট করে দিব : http://matholympiad.org.bd/forum/viewforum.php?f=30 । তোমরা নিজ দায়িত্বে জানার চেষ্টা করো ও অন্যকেও জানিও। আর এই লিঙ্কটা তে further question থাকলে পোস্ট করো।

 

কীভাবে প্রস্তুতি নেয়া যায়

সকল Olympiad এর মধ্যে একটা common জিনিস আছে। সেটা হচ্ছে Problem solving ও Logical reasoning । সেটার জন্য প্রস্তুতি ৩টি : চর্চা, চর্চা আর চর্চা। আর Physics Olympiad-এর জন্য specific জিনিস হচ্ছে একটা : Physics । IPhO থেকে একটা সিলেবাস দেয়া হয়েছে যেটা beginners-দের জন্য helpful হবে বলে আমার মনে হয় :

http://www.ipho2011.org/syllabus

 

কিন্তু পরে চর্চা করার পর একটু advanced হলে বোঝা যাবে যে, it is more than the syllabus.

 

কোন বই পড়বো

SSC ও HSC এর বাংলা বইগুলো ছাড়া যেকোনো বই। এগুলোতে বিষয়বস্তু ঠিকই ঠেসে দেয়া আছে, ব্যাপক item introduce করা হয়েছে, কিন্তু ভিতরে কিছু নেই। তাই, Physics এ কী কী আছে, কেবল এটা জানার জন্য একদম নিতান্ত beginners-দের জন্য এই বইগুলো বেশ ভালোই। কিন্তু কোনো কিছুই elaborately ব্যাখ্যা করা নেই। ফলে, অনেক confusion, frustration, মাথা গরম হবার সম্ভাবনা থাকে (যেমন, আমার এখনো মনে আছে বিভবের definition, calculation, sign নিয়ে আমার বেশ বেগ পেতে হয়েছিল)। একটা ব্যাপার বুঝতে চেষ্টা করো : এই বাংলা মাধ্যমের বইগুলো বাইরের লেখকদেরই বই থেকেই অনুকরণ করে লেখা; কিন্তু অনেক জিনিস আলোচনা করার জন্যে তারা elaboration sacrifice করেছে।

 

তাই, আমি suggest করব – একদম direct বাইরের লেখকদেরই বই পড়। এতে তোমার concept clear থাকবে যেটা physics Olympiad-এর জন্য আবশ্যক।(আর English কে ভয় পাবার কোনো কারণ নেই – এটা কোনো ব্যাপারই না। বইগুলো দাঁত-ভাঙ্গা সাহিত্যিকেরা লেখে নাই, Physicist-রা লিখেছেন।)

 

Physics Olympiad এর প্রস্তুতির জন্য ও Physics এর একটা সার্বিক স্বরূপ অনুধাবনের জন্য ‘Fundamentals of Physics’ by Halliday/Resnick/Walker দেখতে পার। এছাড়া Halliday/Resnick এর Physics part I & II সংগ্রহে রাখতে পার (এতে detailed proof আছে)।

 

আর Advanced Level এর জন্য subject-wise বললে বলতে হয় :

  • Introduction to Mechanics by Kleppner & Kolenkow
  • Electricity and Magnetism by Edward M Purcell
  • Physical Chemistry by Atkins
  • Vibrations and Waves by A P  French
  • Optics by Eugene Hecht
  • Feynman Lecture Series on Physics

 

Some useful Links:

 

শেষ কথা : 

আমার মতে, আমাদের দেশে অনেকে আছে যারা Physics-এর প্রতি interested কিন্তু হয়তো এখনো তারা Olympiad সম্পর্কে জানে না। এই ignorance এর একটা সুন্দর দিক আছে – সেটা হলো : কেউ যদি genuinely Physics পড়ে, Physics নিয়ে ঘাটাঘাটি করে নিজের কৌতুহল থেকে without any knowledge of Olympiad, তাহলে কোনো external মোহ, acknowledgment, certificate- এগুলো দ্বারা motivation develop হয় না। বরং একটা বিশুদ্ধ Passion for Physics তৈরী হয়। নিজের জন্য-নিজের আগ্রহের জন্য- ‘দুনিয়াতে Olympiad থাকুক আর না থাকুক, Physics পড়তে আমার ভালো লাগে’ এরকম passion-ই মানুষকে দীর্ঘদিন motivated রাখতে পারে for the long run ।

 

তবে এটা অন্যায় হবে যদি কেউ Olympiad এর প্রতি বিদ্বেষ পোষণ করে। বরং, school- college এর বদ্ধ পরিবেশ থেকে এক নতুন environment-এর অভিজ্ঞতার তাগিদে- like minded মানুষের সাথে পরিচয় হবার তাগিদে- নতুন বই বা resource এর সন্ধানের তাগিদে, নতুন নতুন Physics এর জিনিসের সাথে introduced হবার তাগিদে- একটা problem solve করার পর যে নির্মল আনন্দ পাওয়া যায় তার তাগিদে Olympiad-এ আসা উচিত। এর বেশি কিছু নয়।

 

Md. Emroz Khan, Dhaka 2011.

Visit http://matholympiad.org.bd/forum/viewforum.php?f=30  for further updates and also join the facebook group http://www.facebook.com/groups/234638419904083

This entry was posted in Bangla, Education, Uncategorized.

10 Comments

  1. Subarno August 8, 2012 at 9:27 am #

    I think you should update some of the information here with Emroze Bhaiya’s permission.

    • Tarik Adnan Moon August 8, 2012 at 9:55 am #

      Actually this is an old note written by Emroz bhai. So unless he writes an updated version or asks me to edit it I’ll probably keep it as it is. However, feel free to write those updated info or add more info the comment section. Then everyone will be able to see those too.

  2. Bisnu August 24, 2015 at 10:19 am #

    thanks for this.please write more post

  3. মি শুভ November 24, 2015 at 12:02 pm #

    Thank you.

  4. sumana October 3, 2016 at 9:21 am #

    ধন্যবাদ আপনাকে এমন গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে আনার জন্য। আমার ছেলে ক্লাস ওয়ানে পড়ে। তার অসম্ভব আগ্রহ সৌরজগত নিয়ে। সে ইউটিউবে বসে সোলার সিস্টেম দেখতে থাকে। আমি তাকে মহাবিশ্ব, চাঁদের রহস্য প্রভৃতি বই কিনে দেই। আমি আপনার পরামর্শ চাচ্ছি, আমি তাকে আর কি কি বই বা ওয়েবসাইটের সাহায্য দিতে পারি?

  5. sudipto acahrajee September 18, 2018 at 11:47 pm #

    NPhO 2011 Questions

    Group B
    First Round Questions
    Second Round Questions
    Group C
    First Round Questions
    Second Round Questions

    vaiya ,physics Olympiad-er ei previous year er question gulor ans ney… ans thakle practise krte easy hoy & correct hoyce kina check kora jai…help plz….

  6. salma zaman September 25, 2018 at 10:04 pm #

    is it possible to buy the selected books in chittagong? I need it badly for my daughter who is reading in int.presidency school. she is b-group holder. pl notify me through e-mail.

  7. Tanvir November 16, 2018 at 8:46 am #

    Your advice isvery helpful

  8. Riyan September 7, 2019 at 12:13 pm #

    When is the bdpho 2019?

  9. MD. Rakin sadab December 29, 2019 at 3:46 am #

    Eita ki enough?

Post a Reply to Bisnu

Your email is never published nor shared. Required fields are marked *

*
*